মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৪.৮১°সে
সর্বশেষ:
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১ জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে আমেরিকায় জন্ম নেয়া এক মুসলিম ডাক্তারের ৬১ বছর বয়সে সিটিজেনশিপ বাতিল আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু গুরুতর অসুস্থ, দোয়া কামনা নিউজার্সীর আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় রাজশাহীতে ১৭ মনোনয়নপত্র বাতিল, সবাই স্বতন্ত্র
/

আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকবেন আরিফুল হক

অনলাইন ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজীবন নগরবাসীর সেবায় কাজ করব। দীর্ঘ ১০ বছর সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি যেখানেই থাকি এই নগরীর উন্নয়নে পাশে থাকব। আমার মাধ্যমে যদি সিলেটবাসীর কোনো উপকার হয় সেখানে হাজির হতে দ্বিধাবোধ করব না।

তিনি বলেন, আমি জীবনে অনেক কিছুই পেয়েছি। সেই পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। যার মাধ্যমে চারদলীয় জোট সরকারের সময় নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নগরবাসীর সেবায় আমি কাজ শুরু করি। যার ধারাবাহিকতায় পরবর্তীতে আমি পরপর দুবার মেয়র নির্বাচিত হই। সিলেটবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা হবে আমার আগামীর পথচলার পাথেয়।

সোমবার রাতে সিলেট প্রেস ক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনায় মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা।

শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।

উপস্থিত ছিলেন সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সিলেট চেম্বারের সাবেক পরিচালক প্রবাসী লায়েছ উদ্দিন, ক্লাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য আশকার আমিন ইবনে লস্কর রাববী, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য ওবায়দুল হক চৌধুরী, মো. দুলাল হোসেন, দিগেন সিংহ, মুনশী ইকবাল, শ্যামানন্দ দাশ, আবুল কালাম কাওছার, এটিএম তুরাব, সাকিব আহমদ মিঠু, প্রবাসী সাংবাদিক মো. আতিকুর রহমান প্রমুখ।

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের নতুন পরিষদের সফলতা কামনা করে বলেন, নগর উন্নয়নে সাধারণ মানুষ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া রাস্তা, ড্রেন প্রশস্তকরণ সম্ভব হতো না। অনেকেই তাদের মূল্যবান ভূমি দান করে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি সাংবাদিকদের উন্নয়নে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১
জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে

আরও খবর