স্পোর্টস ডেস্ক:
এটাই কি আইপিএল ইতিহাসের সেরা মৌসুম? এটাই কি আইপিএল ইতিহাসের সেরা ফাইনাল? পুরো টুর্নামেন্টের খোঁজখবর রাখলে আর গত রাতের রুদ্ধশ্বাস ফাইনাল দেখে থাকলে দুটি প্রশ্নের উত্তরে বেশির ভাগ ক্রিকেটপ্রমীই হয়তো ‘হ্যাঁ’ বলবেন।
করোনার ধাক্কা সামলে ৪ বছর পর হোম-অ্যাওয়ে পদ্ধতিতে ফেরা, রিংকু সিংয়ের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জেতানো, বিরাট কোহলির নিজেকে ফিরে পাওয়া, ফাফ ডু প্লেসির বুড়ো হাড়ের ভেলকি, যশস্বী জয়সোয়াল-আকাশ মাধওয়ালদের উত্থান, শুবমান গিলের অবিশ্বাস্য ফর্ম, তৃতীয় দিনে গড়ানো ফাইনালের শেষ ২ বলে ১০ রান নিয়ে রবীন্দ্র জাদেজার ইস্পাতদৃঢ় স্নায়ুর আরেক দফা জানান দেওয়া আর শিরোপা জিতে মহেন্দ্র সিং ধোনির চমক—কী ছিল না এবারের আইপিএলে?
চমক ছিল টুর্নামেন্টের প্রাইজমানি বা আর্থিক পুরস্কারেও। এ মৌসুমে রেকর্ড ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বেশি! বিশ্বকাপে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।
এবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা, রানার্সআপ গুজরাট টাইটানস পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, টুর্নামেন্টসেরা খেলোয়াড়সহ আরও অনেক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।