
সোনাগাজী (ফেনী) :
ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকালে তাদের ফেনীর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।তারা হলেন- সোনাগাজী মডেল থানার এএসআই মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, কনস্টেবল আইনুল ইসলাম, মাহবুব আলম, হৃদয় হাসান ও কাঞ্চন নাথ।
পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে সোনাগাজী মডেল থানার ছয় পুলিশ সদস্য আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহমদপুর গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যান। এ সময় আসামিদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে তাদের কাছ থেকে একটি শটগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেয়। পরে ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রিপন, শামীমা ইয়াসমিন সুইটি ও ছকিনা খাতুনসহ তিনজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার ৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই সাইদুর রহমান বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।