1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন - Voice of New Jersey
শিরোনামঃ

অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
চলছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে অংশ নিয়েছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকারা। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। আসরে নামি তারকাদের সঙ্গে লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে। ছবিটি এই উৎসবে অফিসিয়াল মনোনয়ন পেয়েছে। সেখানে উপস্থিত থাকা উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের ছবিটি দেখার আমন্ত্রণ জানান পরিচালক মাকসুদ। তিনি বলেন, ‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’ অস্কারের চড়-কাণ্ডে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ। তবে এর আগে ‘কিং রিচার্ড’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন।

‘সাবা’র জন্য শুভকামনা জানিয়েছেন ‘ওপেনহাইমার’ তারকা এমিলি ব্লান্ট। অস্কারে মনোনয়ন পাওয়া এ তারকা এর আগে ‘গিডিয়ন্স ডটার’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। প্রযোজক, সুরকার সিমন ফ্রাঞ্জলেনের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ সিনেমার নাম। পেয়েছেন গ্র্যামিসহ একাধিক আয়োজনের পুরস্কার ও সম্মাননা। এমন বিশ্বের গুরুত্বপূর্ণ তারকাদের অনেকেই ‘সাবা’ নিয়ে কথা বলেছেন। মাকসুদ হোসাইন জানান, আজ থেকে পরপর তিনটি শো হবে সিনেমাটির।

তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তারা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’ ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।

এদিকে দেশের বাইরে বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের ’প্রিয় মালতী’। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালিত এই সিনেমার জন্য ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতিকাতর মেহজাবীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT