1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের ১২শ যাত্রী - Voice of New Jersey
শিরোনামঃ
সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন যুক্তরাষ্ট্রে ১০ আরোহীসহ বিমান নিখোঁজ হঠাৎ করে লাল হয়ে গেল আর্জেন্টিনার খালের পানি সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর একদিন কাজে না গেলে’তাদের চুলোয় জ্বলে না আগুন’ঝিনাইগাতীর গোমড়া গুচ্ছ গ্রামের বাসীন্দাদের ভারতে কুম্ভমেলায় ফের আগুন শাহবাগে পুলিশের বাধার মুখে সরকারি কর্মচারীরা, ছত্রভঙ্গে জলকামান

অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের ১২শ যাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

রোববার বেলা আড়াইটার দিকে হঠাৎ রেলের নিরাপত্তা কর্মীরা দেখতে পান গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপ লাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে ছুটে স্লিপার লক ভেঙে সরে গেছে। পরে সেখানে লাল কাপড় টাঙানো হয়।

এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেন ১ হাজার ২শ যাত্রী নিয়ে আসার পথে লাল পতাকা দেখে দ্রুতগামী ওই ট্রেনটি থামানো হয়। ফলে নিশ্চিত একটি বড় দুর্ঘটনা থেকে ওই ট্রেনের সব যাত্রী প্রাণে রক্ষা পান।

স্থানীয়রা জানান, ট্রেনটি থামার মাত্র আধঘণ্টা আগে আরেকটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। এরপরই রেলের নিরাপত্তা কর্মীরা ওই এলাকা অতিক্রমকালে দেখতে পান ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপ লাইনের একটি রেললাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে ছুটে স্লিপার লক ভেঙে সরে গেছে। তাই নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেললাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টাঙিয়ে দেন। তারা তাৎক্ষণিক উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানান।

তবে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোনো বার্তা পায়নি বলে জানা গেছে। যাত্রীবাহী ট্রেনটি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে গিয়ে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পেয়ে লোকোমাস্টার ব্রেক করে সেখানে ট্রেনটি থামিয়ে দেন।

সরেজমিন দেখা গেছে, ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমেছে। ফলে অল্পের জন্য যাত্রীরা বিপদ মুক্ত হয়েছেন।

ওই ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় এসে রেললাইনের ওপর লাল পতাকা দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে ট্রেন থামানোর নির্দেশ দেই এবং তাৎক্ষণিক ট্রেনটি এখানে থামানো হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ধীরাশ্রম এলাকায় রেললাইনের কিছু অংশ বাঁকা হয়ে যাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। লাইন মেরামত করার পর ওই ট্রেনটি গন্তব্যে ছেড়ে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT