মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৬ যুবককে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
রোববার ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনে ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাসেল (১৬), আব্দুর রহিমের পুত্র শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের পুত্র আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার পুত্র আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের পুত্র তোষার আলী (১৭)।
বিজিবি জানায়- দালালদের সহায়তায় গত দুই তিন মাস পূর্বে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন ওই ৬ যুবক। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশ টাকা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিজিবি আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।