কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ২১ নং ওয়ার্ডের শাকতলা পশ্চিমপাড়ায় নির্বাচনী প্রচারণা কালে প্রচারকর্মীর ওপর হামলা মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়াগেছে। ফলে নির্বাচনে ব্যাপক সহিংসতার আশংকা করছে এলাকাবাসী।
কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা এক অভিযোগে জানাযায় ২১ নং ওয়ার্ডে র শাকতলা পশ্চিম পাড়ার রংমিস্ত্রি মোঃ ইউসুফ মিয়া কাউন্সিলর প্রার্থি কাজী মাহাবুব এর পক্ষে ঠেলাগাড়ী প্রতিকের প্রচারনা চালানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লাঠিম মার্কার কাউন্সিলর প্রার্থি গোলাম মোস্তাফা মজুমদারের ভাই মোশারফ হোসেন মুন এর নেতৃত্বে রাসেল ,মোজাম্মেল হক গত ৫জুন রাত সাড়ে ১১ টার সময় রংমিস্ত্রি ইউসুফকে ঘরে ঢুকে মারধর করে এসময় তার স্ত্রী রাশেদা বেগম কে চড় থাপ্পড় মারে। হামলাকারীরা বলে যে তোরা কেন ঠেলাগাড়ীর পক্ষে প্রচার কাজ করছো। হামলাকারীরা বলে যে ঠেলাগাড়ীর পক্ষে ভোট দিলে ও কাজ করলে প্রাণে মেরে ফেলবো। এই নির্বাচনের পরে তোদেরকে আরো মারধর করবো। হামলার শিকার ইউসুফ মিয়া ও তার স্ত্রী রাশেদা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে জেলা রিটানিং অফিসারের কাছে নালিশ করা হয়েছে।