অনলাইন ডেস্ক:
ভারতে সংসদ অধিবেশনের প্রথম দিন কেরলের ওয়ানড় লোকসভা আসনের এমপি পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। সোমবার অধিবেশনের শুরুতেই লোকসভার প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের হাতে তুলে দিলেন নিজের ইস্তফা পত্র। তার ইস্তফা-পত্র গ্রহণ করেছেন স্পিকার। ফলে এখন থেকে শুধুমাত্র উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্রের এমপি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন রাহুল।
চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়ানড় ও রায়বরেলি দুই আসন থেকেই জিতেছেন সোনিয়া-পুত্র। ফলে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো তাকে। গান্ধীদের গড় রায়বরেলি রাখতে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস এমপি রাহুল গান্ধী। তিনি যে ওয়ানড়ের প্রতিনিধিত্ব ছাড়ছেন রবিবারই সোশাল মিডিয়ায় সে বার্তা দিয়ে ওয়ানড়ের জনগণকে কৃতজ্ঞতা জানান।
সোশাল মিডিয়ায় লেখেন, তার জীবনের কঠিন সময়, যখন তাকে পদে পদে অপমান করা হচ্ছিল, ছোট করা হচ্ছিল, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তখন নিঃশর্ত ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছেন ওয়ানড়বাসী। সংসদে তাদের ‘কণ্ঠ’ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
পাশাপাশি তার জায়গায় বোন প্রিয়াঙ্কাকে যে ওয়ানড়ের প্রার্থী করা হচ্ছে সে বার্তা দিয়ে রাহুল সোশাল মিডিয়ায় লেখেন, ‘ওয়ানড় ছেড়ে আসতে হওয়ায় আমি দুঃখিত। কিন্তু আমার সান্ত্বনা হল, আমার বোন প্রিয়াঙ্কা ওখানে আপনাদের প্রতিনিধিত্ব করবে। সুযোগ পেলে প্রিয়াঙ্কা ভালো কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।’