বিনোদন ডেস্ক:না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যে যার মত শোক প্রকাশ করছেন নেটদুনিয়ায়। বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে ফেসবুক যেন এখন শোকবই!
সিনেমার গুণী অভিনেতা সোহেল রানা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেল অঞ্জনা। চলচ্চিত্র জগতের একটা আলো নিভে গেল। আল্লাহ তোমাকে বেহেস্ত নসিব করুন।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, ‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা আপা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। আমার শোক জানানোর কোনো ভাষা নেই। দোয়া করবেন।’
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি…।’
চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, ‘প্রিয় অঞ্জনা দিদি আর নাই। (কোনো কিছু লেখার ভাষা নেই) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই দিদির আত্মার শান্তি কামনায় দোয়া করবেন, আমিন। দিদির সঙ্গে এত স্মৃতি, কখনোই ভুলে যাওয়ার মত নয়।’
যুক্তরাষ্ট্র থেকে নায়ক জায়েদ খান লিখেছেন, ‘কত স্মৃতি আপনার সঙ্গে, কিভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া কামনা করছি।’
নায়কা অমিত হাসান লিখেছেন, ‘অঞ্জনা আপু আর দেখা হলো না । না ফেরার দেশে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন।’
অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধরে রাখতে পারলাম না তোমাকে। জানি না কতটা কষ্ট নিয়ে চলে গেছো। তোমার আত্মাটা যেন শান্তি পায় সেই দোয়াটা থাকল, অঞ্জনা আন্টি তুমি ভালো থেকো যেখানেই থাকো।’
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেন, ‘তোমার কথা অনেক মনে পড়বে আন্টি। অনেক ভালবাসি তোমাকে।’
পূজা চেরি লিখেছেন, ‘ভেতরটা ধুঁক করে উঠল। ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন।’
নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান। শোক ও শ্রদ্ধা আপনার জন্য।’
উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘“ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইসে/ লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইসে” আশা ফুরানোর আগেই আপনার জীবন ফুরিয়ে গেল, নয়ন জুড়ানোর আগেই আপনার নয়ন বন্ধ হয়ে গেল! আপনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমার বাবার পরিচালিত “জিঞ্জির”, “আনারকলি” এবং “অংশীদার” এই তিন তিনটি সুপারহিট চলচ্চিত্রের
অভিনেত্রী হয়ে আপনি ছিলেন আমার বাবা-মার অতি আপন তথা আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এরপর আমার কর্মজীবনে কতশত অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে কাজ করার সৌভাগ্য, সবই স্মৃতি হয়ে গেল! কোনো মৃত্যুই কাম্য নয়! কিন্তু প্রবীণ হয়েও এত উচ্ছ্বল, চঞ্চল, আনন্দদায়ক নবীন প্রাণের অকালপ্রয়াণ মেনে নেওয়া ভীষণ কষ্টকর! এ রকমই প্রাণোচ্ছ্বল কাটুক আপনার পরপার জীবন আমার প্রিয় অঞ্জনা আন্টি।’
Leave a Reply